২৪ ঘন্টায় সারাদেশে ১০ যানবাহনে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩


২৪ ঘন্টায় সারাদেশে ১০ যানবাহনে আগুন
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত সমমনা দলগুলোর সপ্তম দফা অবরোধের প্রথম ২৪ ঘন্টায় সারাদেশে বাস-ট্রাকসহ ১০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচে বাসে আগুন  


রবিবার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞাপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানায়।


জানা যায়, ঢাকা শহরে ১টি, নওগাঁ ১টি,কিশোরগঞ্জ ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে পেট্রোল ছুড়ে ট্রাকে আগুন



ফায়ার সার্ভিস জানায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫টি বাস ও ৪টি ট্রাক আগুনে পুড়েছে। অপরদিকে ১টি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। 


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৫ টি ইউনিটের ৭৫ জন ফায়ার ফাইটার এসব আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।


আরএক্স/