আগুন-সন্ত্রাস যারা করেছে তারা মাফ চেয়ে নির্বাচনে আসুক: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩
“আগুন-সন্ত্রাস যারা করেছে, তারা মাফ চেয়ে নির্বাচনে আসুক আমরা তা চাই।” এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, “কোনও একটি দল নির্বাচনে না এলে, এটা তাদের বিষয়। কিন্তু আমার চাই সবাই নির্বাচনে আসুক। আগুন-সন্ত্রাস যারা করেছে তারা মাফ চেয়ে নির্বাচনে আসুক।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার। আমরা তাদের প্রত্যাখ্যান করতে পারি না। আমরা করিও না। আমাদের কোনো উদ্দেশ্যও নেই।”
আরও পড়ুন: শ্যামলীতে বৈশাখী পরিবহনে আগুন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র উন্নত দেশ। আমরা কখনও তাদের অগ্রাহ্য করতে পারি না। এ জন্য আমরা তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করি। তবে আমাদের দেশের একটা বাস্তবতা আছে। বাস্তবতার নিরিখে তারা যদি কোনো প্রস্তাব দেয় তাহলে আমরা তা গ্রহণ করি। আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি।”
আরও পড়ুন: নির্বাচনে সেনা মোতায়েন করা হবে: ইসি আনিসুর
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও তা চাই। তারা আমাদের সাহায্য করছে। আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। আমরা যদি এটা করি, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে। তবে যুক্তরাষ্ট্র সবসময় বাস্তববাদী।”
এ সময় র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জেবি/এসবি