সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৪ জনের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৪ জনের মৃত্যু
প্রতীকী ছবি

যন্ত্রচালিত ভ‍্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে  একই গ্রামের ৪ জনের। 


বুধবার (২৯ নভেম্বর ) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড় এলাকায়। 


নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্রচালিত ভ‍্যান এবং ডাম্পার মুখোমুখি চলে আসায় সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় জীবনদীপ বাউল দাস (২৬), মঙ্গলদীপ বাউল দাস (৩২), বিশ্বজিৎ রায় (৩৫) এবং দিবাকর সিং (২২) এর। 


মৃতদের প্রত‍্যেেকর বাড়ি হুগলির গুড়াপ থানার অন্তগর্ত সিয়াপুর গ্রামে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। 


প্রত‍্যক্ষদর্শীরা জানান, ৪জনে মোটর ভ‍্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। কংসারিপুর মোড়ে জাতীয় সড়কে ওঠার মুখেই একটি ডাম্পারের মুখোমুখি হয়ে যায়। ডাম্পারটি ধাক্কা মেরে পালিয়ে যায়। 


আরএক্স/