শ্রীমঙ্গলে তাপমাত্রা কমতে শুরু করেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


শ্রীমঙ্গলে তাপমাত্রা কমতে শুরু করেছে
ছবি: সংগৃহীত

সাধারণত নভেম্বরের শেষদিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করলেও রাজধানীতে এখনোও দেখা মেলেনি শীতের।


রাজধানী ঢাকায় বুধবার (২৯ নভেম্বর) দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজার জেলা শহরে তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।


মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় সূর্যতাপে কিছুটা গরম অনুভূত হচ্ছে।


আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বলেন, সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর পর বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা-বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।


এ ছাড়া বিল, জলাশয়, চা-বাগান ও বিভিন্ন লেকে অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। শুরু হবে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন।


আরএক্স/