নৌকা থেকে পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩
পরিবার নিয়ে ঘুরতে গিয়ে বেরিয়ে ভাগীরথী নদীতে ডুবে মৃত্যু হল স্বামী-স্ত্রীর।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালবাগ সদর ঘাটে।
পুলিশ জানায়, মৃত দম্পতির নাম শুভজিৎ সরকার (২৬) ও সুমন সরকার (২৪)। বাড়ি বহরমপুরের ইন্দ্রপ্রস্থ জয়চাঁদ রোড এলাকায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকালে শুভজিৎ পরিবার নিয়ে বহরমপুর থেকে গাড়ি চালিয়ে লালবাগ সদরঘাটে এসে পৌঁছায়। সেখান থেকে তাদের নৌকায় ভাগীরথী নদী পার হয়ে ডাহাপাড়া ও কিরিটেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার কথাছিল।
স্থানীয় সূত্রে প্রকাশ, গাড়িতে শুভজিৎ ছাড়াও স্ত্রী সুমন এবং দম্পতির এক বছরের শিশুকন্যা ও শ্বশুর শাশুড়ি সহ ৬ জন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লালবাগ সদরঘাটে পৌঁছানোর পর শুভজিৎ যখন গাড়িটি নৌকায় তোলার চেষ্টা করছিলেন, তখন অসাবধানতাবশত ব্রেকে পা দেওয়ার পরিবর্তে ভুল করে গাড়ির এক্সলেটরে পা দিয়ে ফেলেন। ফলে গাড়িটি গতি বাড়িয়ে প্রচন্ড জোরে নৌকা থেকে নদীর জলে ছিটকে পড়ে। ঘটনার পরই ঘাটে উপস্থিত থাকা লোকজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
গাড়িটি নদীর স্রোতে ভেসে যেতে থাকায় স্থানীয়রা দড়ি বেঁধে কোনও রকমে গাড়িটিকে পাড়ে তুলে আনেন। গাড়ির ভেতরে থাকা ৬ জনকেই উদ্ধার করে স্থানীয় লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শুভজিৎ ও সুমনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ির বাকি ৪ জন যাত্রীর অবস্থা স্থিতিশীল।
আরএক্স/