উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ পিএম, ৩০শে নভেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলম (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকের নিজ ঘরে প্রবেশ করে অজ্ঞাত সন্ত্রাসীরা এ ঘটনা সংঘটিত করে।
নিহত সৈয়দ আলম (২৪) ওই ক্যাম্পের মোহাম্মদ মুচিরের ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সৈয়দ আলম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। অজ্ঞাত সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে গুলি করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিক তথ্য মতে আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএক্স/