মামলা থেকে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহি!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩
ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মামলা থেকে মুক্তি পান এই চিত্রনায়িকা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর যাচাই বাছাই করেন।
এরপর বিচারক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে মাহিকে মুক্তি ঘোষণা করেন। এ নায়িকার পাশাপাশি তার স্বামী রাকিব সরকারও অব্যাহতি পেয়েছেন এই মামলা থেকে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় পুলিশ নিজেই বাদী হয়ে মাহি ও তার স্বামী রাকিবের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ওই মামলায় মাহি ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অনৈতিক কাজ করেন এই চিত্রনায়িকা ও স্বামী রাকিব সরকার।