রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন কণ্ঠশিল্পী মনির খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ব্যাপারে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপি থেকে তিনি পদত্যাগ করেননি এবং রাজনীতি থেকেও সরে দাঁড়াননি।
রবিবার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় এই বরেণ্য সংগীতশিল্পী বলেন, “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের একটি পুরনো ঘটনাকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে। পরিকল্পিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এসব গুজব ছড়ানো হচ্ছে।”
মনির খান আরও জানান, বিএনপিতে তিনি মনোনয়ন প্রত্যাশী, যা অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে তিনি দলের নেতাকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
মনির খান শুধু সংগীতাঙ্গনেরই নয়, রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয়। সংগীতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাওয়া এই শিল্পী উপহার দিয়েছেন ৪২টিরও বেশি একক অ্যালবাম। ১৯৯৬ সালে তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ প্রকাশের পর থেকে একের পর এক হিট গান উপহার দিয়ে এসেছেন তিনি।
চলচ্চিত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমায় গান করেছেন তিনি। তার গাওয়া অনেক গান এখনো শ্রোতাপ্রিয়তার শীর্ষে।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অব্যাহতভাবে সক্রিয় থাকা মনির খান বলেন, “গানে যেমন সরব ছিলাম, রাজনীতিতেও তেমন সক্রিয় থাকতে চাই। দুই ক্ষেত্রেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
আরএক্স/