ত্রিপুরায় একই পরিবারের ৩ জনের রহস‍্যজনক মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩


ত্রিপুরায় একই পরিবারের ৩ জনের রহস‍্যজনক মৃত্যু
ছবি : সুজন চক্রবর্তী

মৃৎশিল্পী পরিবারের একই সঙ্গে ৩ জনের রহস‍্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা না পরিকল্পিত খুন। এনিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। শুক্রবার (১ ডিসেম্বর ) সকালে ভারতের ত্রিপুরার মেলাঘর ঠাকুর পাড়ায় মৃৎশিল্পী চিন্তাহরণ পাল (৭০), তাঁর স্ত্রী প্রতিভা পাল এবং শারীরিক প্রতিবন্ধী কন‍্যা অনিমা পাল (২৩) এর নিথর দেহ তাঁদের ঘরের বিছানায় পাওয়া যায়। পারিবারিকভাবে মূর্তি বানানোই চিন্তাহরণের পেশা হলেও এখন আর মূর্তি বিক্রি করে সংসার চলে না। তাই স্থানীয় ঠাকুর পাড়া স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করতেন চিন্তাহরণ। 


প্রাথমিকভাবে অনুমান করা হয়, অভাবের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মনে হলেও কারও মুখে বিষের কোনও চিহৃ ছিল না। মৃতদেহ ময়নাতদন্তের আগে কিছু বলতে রাজি হয়নি পুলিশ। তবে চিন্তাহরণ পালের প্রতিবেশী তথা ভাই গৌরাঙ্গ পাল সাংবাদিকদের জানান, একটি রাজনৈতিক দলের কাছ থেকে মেরে ফেলার হুমকির কথা জানিয়েছিলেন তাঁর দাদা। প্রতিবন্ধী কন‍্যা অনিমা অনেক কষ্টে কলেজে দ্বিতীয় বর্ষ আর পড়ে আর পড়ালেখা চালিয়ে যেতি পারেননি। তদন্তে নেমেছে পুলিশ।


জেবি/এজে