মাতৃবাগান তৈরির লক্ষ্যে বারি বাতাবিলেবু-৫ এর চারা হস্তান্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩


মাতৃবাগান তৈরির লক্ষ্যে বারি বাতাবিলেবু-৫ এর চারা হস্তান্তর
ছবি: সংগৃহীত

সিলেটে মাতৃবাগান তৈরির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের নিকট বিএআরআই উদ্ভবিত বারি বাতাবিলেবু-৫ এর চারা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি  মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। 


বারি উদ্ভবিত বারি বাতাবিলেবু-৫ এর মাতৃকলম, বারি উদ্ভাবিত বিভিন্ন লেবু জাতীয় ফল ও কফির চারা কৃষি সম্প্রসারণ অধিদফতরের নিকট বিতরণ করেন কৃষি সচিব। বিতরণকালে সিলেট অঞ্চলে লেবুজাতীয় ফলের বিস্তার বিষয়ে কৃষক, গবেষক ও সম্প্রসারণবি সমাবেশে মতবিনিময় করেন। 


অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ১৩টি দফতরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও কৃষক অংশগ্রহণ করেন। মতবিনিময় শেষে সাইট্রাস গবেষণা কেন্দ্রের লেবুজাতীয় ফলের  মাতৃবাগান, কফি ও কাজুবাদামের বাগান পরিদর্শন করেন।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন-  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার,  কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  পরিচালক (পরিকল্পনা ও মূল্যান) ড. দিলোয়ার, পরিচালক ড. ফেরদৌসী ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা) ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্তি পরিচালক রেহানা ইয়াসমিন। 


অনুষ্ঠানে সভাপতির দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশিষ সরকার।


জেবি/এসবি