পাঞ্জাবের স্কুলে খাবার খেয়ে অসুস্থ ৫৪ শিক্ষার্থী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩
ভারতের পাঞ্জাবের সরকারি স্কুলে খাবার খেয়ে অসুস্থ একাধিক শিক্ষার্থী।
শুক্রবার (১ ডিসেম্বর) এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫৪ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে সাঙ্গুর জেলায়। ওই স্কুলর হোস্টেলে খাবার খাওয়ার পরেই পেটে ব্যথা, পেট খারাপ এবং ঘনঘন বমির উপসর্গ দেখা দেয় শিক্ষার্থীদের।
১৮ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে ১৪ জন শনিবার (২ ডিসেম্বর) সকালে ছাড়া পেলেও ৪ জন এখনও চিকিৎসাধীন।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ওই স্কুলের আরও ৩৬ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যইে শুধুই ঘনঘন বমির উপসর্গ রয়েছে। স্কুলের খাবার বিষক্রিয়ার অভিযোগ তুলেছেন অসুস্থ পড়ুয়াদের পরিবার।
ইতিমধ্যেই পাঞ্জাবের শিক্ষামন্ত্রী গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। স্কুলের খাবারের কন্ট্রাক্টরকে গ্রেফতার করা হয়েছে। খাবারের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।
আরএক্স/