পুষ্পা-২ এর শুটিং করতে গিয়ে আহত আল্লু অর্জুন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩


পুষ্পা-২ এর শুটিং করতে গিয়ে আহত আল্লু অর্জুন
আল্লু অর্জুন - ফাইল ছবি

পুষ্পা-২এর শুটিং করতে আহত হয়েছেন  ‘পুষ্প’ অভিনেতা আল্লু অর্জুন। কোমরে ও কাঁধে চোট লেগেছে এ অভিনাতার। চিকিৎসকরা তাকে বেশকিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সে কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে পুষ্পা-২ এর শ্যুটিং।  


জানা যায়, ভারী পোশাক পড়ে অ্যাকশন দৃশ্যের স্টান্ট করার সময়ই কাঁধে ও কোমরে চোট লাগে অভিনেতা আল্লু অর্জুনের। সিনেমার পরিচালকরা এই তথ্য জানিয়েছেন। তাই আপাতত বেশকিছুদিনের জন্য বন্ধ থাকবে পুষ্পা-২ এর শুটিং । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবারও সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই ঘটনার কারণে পুষ্পা-২ এর সামগ্রিক শিডিউলে বেশকিছুটা সমস্যা হবে বলেই খবর। তবে পরিচালকরা আপাতত অভিনেতার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।


পুষ্পা (২)-দ্য রুল আগামী বছরের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা রয়েছে। পুষ্পা অনুরাগীরা ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


আরও পড়ুন: নায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল


প্রসঙ্গত, পুষ্প সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। তাই এমন পরিস্থিতিতে আল্লু অর্জুনের পুষ্পা-২ নিয়েও পরিচালকদের অনেক প্রত্যাশা রয়েছে।


আল্লু অর্জুন ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দান্না, সুনীল, প্রকাশ রাজ, জগপতি বাবু, অনুসূয়া ভরদ্বাজকে পুষ্প: দ্য রুল-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।


 আরও পড়ুন: মাহিয়া মাহির রহস্যঘেরা পোস্ট


সিনেমার পরিচালক জানিয়েছেন, পুষ্পার মতোই যাতে পুষ্পা ২ সাফল্য পায়, সেভাবেই ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। ছবির ক্লাইম্যাক্সে বড় চমক থাকবে বলেই জানিয়েছেন নির্মাতারা। সূত্র : হিন্দুস্তান টাইমস


জেবি/এসবি