ভারতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে দেশটি বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানার মেদক জেলায় বিমান বাহিনীর পিলাটাস পিসি ৭ এমকে-২ নামের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, উড়ানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে এএফএ বলেছে, “আজ সকালে এফএএ’র একটি পিলাটাস পিসি ৭ এমকে-২ বিমান হায়দ্রাবাদ থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়নের পর দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এতে ভারতীয় বিমান বাহিনীর দুজন পাইলট নিহত হয়েছেন।”
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
পিলাটাস পিসি ৭ এমকে-২ মূলত একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এই বিমানে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষানবিশ পাইলটরা।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনায় শোক ও নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।
জেবি/এসবি