যে কারণে ডিবি কার্যালয়ে শাহজাহান ওমর, জানালেন হারুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩
বিএনপি থেকে সদ্য বহিষ্কার হওয়া ও সদ্য আ. লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম) সাইবার বুলিংয়ের অভিযোগ করতে ডিবি অফিসে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
বুধবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শাহজাহান ওমরের বিষয়ে হারুন অর রশীদ আরও বলেন, “আমাদের এখানে সকল শ্রেণি-পেশার মানুষ আসেন। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়র আসেন। তেমনি একটি সমস্যা নিয়ে একজন এসেছেন।
আরও পড়ুন: হঠাৎ ডিবি কার্যালয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর
ডিবি প্রধান হারুন বলেন, শাহজাহান ওমর সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তিনি যে নামগুলো দেবেন, সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
জেবি/এসবি