দফায় দফায় বৃষ্টি, আসার ফসলে হতাশা কৃষক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


দফায় দফায় বৃষ্টি, আসার ফসলে হতাশা কৃষক
ছবি: জনবাণী

মাগুরা শালিখায় দুইদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। শীতের মধ্যে হওয়া এই বৃষ্টিতে সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 


বৃহস্পতিবারের (৭ ডিসেম্বর) মধ্যে বৃষ্টি শেষ হলে সরিষার তেমন ক্ষতি হবেনা বলে জানিয়েছেন শালিখা উপজেলা কৃষি অফিসার। 


আরও পড়ুন: আমন ধানের বাম্পার ফলন


বৃষ্টি ও মাঝারি বাতাসের কারণে কাঁচা ও পাকা সরিষার গাছগুলোও হেলে পড়েছে। এছাড়া আলুর ক্ষেতে পানি জমে থাকায় আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন কৃষকরা। এদিকে নিচু জমির অন্যান্য ফসলেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।


আমন ধানে কৃষকের আশানুরূপ দাম না পাওয়ায় সরিষার মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছিলেন, দফায় দফায় বৃষ্টিতে আসার ফসলে সরিষার জমিতে পানি দেখে হতাশাগ্রস্থ কৃষক। 


আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট গ্রামের ওলিয়ার শিকদার বলেন, আমি এবার ২একর জমিতে সরিষা চাষ করে বড় আশাবাদি ছিলাম, তবে বৃষ্টিতে সরিষার ফুল ঝরে যাচ্ছে, কিছু জমিতে ফল হয়েছে তাতে গাছ পড়ে যাচ্ছে। এভাবে বৃষ্টি হলে আর আশা করছি না। যদি আজকের মধ্যে বৃষ্টি থেমে যায় তবে কিছু আশা করা যায়। অপর এক কৃষক জুয়েল রানা বলেন, সরিষার গাছ পড়ে গেছে, সরিষার সম্ভাবনা আর নেই।


আরএক্স/