দেশের যেসব হলে দেখা যাবে ‘অ্যানিমেল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রথমদিনে প্রদর্শিত হবে মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে।
সিনেমাটির পরিবেশক অনন্য মামুন জানিয়েছেন বুধবার (৬ ডিসেম্বর) থেকেই সবগুলো মাল্টিপ্লেক্সের অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
এদিকে, আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানায়, দেশের ৪৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘অ্যানিমেল’। বিষয়টি জানিয়ে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু বলেছিলেন, “গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।”
আরও পড়ুন: কৌশানীর স্বপ্ন পূরণ
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প নিয়ে ‘অ্যানিম্যাল’ সিনেমাটি বানিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিটিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
আরও পড়ুন: ‘পরকীয়া সুস্থতার লক্ষণ’
এদিকে, ভারত ও বিশ্বজুড়ে ‘অ্যানিমেল’ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। বক্স অফিসে এটি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ১ ডিসেম্বর মুক্তির পর মাত্র পাঁচ দিনে এর বৈশ্বিক টিকিট বিক্রি ছাড়িয়েছে ৪৮১ কোটি রুপি।
জেবি/এসবি