বৃষ্টিতে ভেসে গেল ২য় টেস্টের দ্বিতীয় দিন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


বৃষ্টিতে ভেসে গেল ২য় টেস্টের দ্বিতীয় দিন
বৃষ্টিতে পিস ঢেকে রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

দিনের শুরু থেকেই বোঝা যাচ্ছিলো এমন বৃষ্টি থামার সম্ভাবনা নাই বললেই চলে। আর বৃষ্টি থাকলে খেলা শুরুরও কোনো সম্ভাবনা নেই। খেলা শুরুর পূর্বশর্তই ছিলো বৃষ্টি থামতে হবে। বৃষ্টি বন্ধ হলে হয়ত খেলা শুরু করা যেতো। শেরে বাংলার আউটফিল্ডের যে পানি নিষ্কাশন ব্যবস্থা, তাতে বৃষ্টি থামার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে খেলা শুরু সম্ভব।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আশা ছিল হয়ত দুপুরের পর আকাশ পরিষ্কার হলে শেষ সেশনে খেলা হতেও পারে; কিন্তু তা আর হয়নি। বৃষ্টিতে ভেসে গেলো মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দুপুর ১টা ৫৬ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) যথারীতি সকালো ৯টা ১৫ মিনিটে তৃতীয়দিনের খেলা শুরু হবে।


আরও পড়ুন: বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব


ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। অসময়ের এই বৃষ্টির প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ভাসিয়েই দিয়েছে মিগজাউম।


বুধবার (৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ব্যাট করতে নামার কথা ছিল নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের।


আরও পড়ুন: প্রথমবার রেলিগেশনে পেলে-নেইমারের ক্লাব


কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি, আবহওয়াকে খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।


এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল অলআউট হয়েছিলো ১৭২ রানে। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।


জেবি/এজে