খোশ মেজাজে আড্ডায় অপু-পরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩
ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমণি। তাদের ভিতরে সম্পর্ক যে বেশ মধুর, তা সোশ্যাল মিডিয়ায় একটু নজর দিলেই বেশ ভালোই বোঝা যায়। ‘সপ্নজাল’র নায়িকা পরীমণির সন্তান রাজ্যের পৃথিবীতে আসার পর অনেক উপহার নিয়ে দেখতে গিয়েছিলেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। আবার জন্মদিনের উপহার নিয়ে রাজ্যের সাথে অনেক সময় কাটিয়েছেন। এবার এই দুই তারকাকে দেখা গেল বেশ খুনসুটিতে মেতে থাকতে।
সম্প্রতি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন অভিনেত্রী পরীমণি। সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একসাথে দেখা গেছে অপু ও পরীকে।
পাশাপাশি বসে দুজনকে দেখা গেছে খোশ মেজাজে আড্ডায় মেতে থাকতে। ছবি তোলা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন দুজনেই। তাদের সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন।
এদিকে ‘ডোডোর গল্প’ নাম ভূমিকার নতুন সিনেমায় কাজ শুরু করেছেন পরীমণি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে চিত্রনায়ক সাইমন সাদিকের সাথে জুটি বেঁধে কাজ করছেন পরী। এ ছাড়া ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
এমএল/