শ্রীপুরে বন থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩০ এএম, ১১ই ডিসেম্বর ২০২৩


শ্রীপুরে বন থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ছবি: জনবাণী

গাজীপুরের শ্রীপুরে বন থেকে হৃদয় নামে অটোরিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশেই পড়ে ছিল ধারালো ছুরি। 


রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের বন থেকে মৃতদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। 


আরও পড়ুন: ফুলের ম-ম গন্ধে ভরে গেছে ফসলের মাঠ


নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। 


শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, নিহত ব্যক্তি একজন অটোরিকশাচালক। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হৃদয়কে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে খুন করে। 


আরও পড়ুন: নিজের কবর নিজেই খুঁড়ে রাখছেন


স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আরএক্স/