মাহিয়া মাহির মনোনয়ন বৈধ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩


মাহিয়া মাহির মনোনয়ন বৈধ
মাহিয়া মাহি - ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অভিনেত্রী  মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 


সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অপর নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।

গেল ২৭ নভেম্বর রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেন মাহিয়া মাহি।


তার আগে আ.লীগের নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন তিনি। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেন মাহি।


আরও পড়ুন: আবারো নেটিজেনদের আক্রমণে শ্রাবন্তী


তবে গেল ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া সই পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি আপিল করেন। আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।


আরও পড়ুন: সুন্দরভাবে করার চেষ্টাটা অব্যাহত রাখতে চাই: জয়া


উল্লেখ্য, রাজশাহী-১ আসনে আ. লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আ.লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য।


জেবি/এসবি