প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল ফিরে পেয়ে সংবাদমাধ্যমকে মাহিয়া মাহি জানান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই তিনি জয়লাভ করতে চান।
নির্বাচনের মাঠে কোনও চাপ আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, “চাপ তো অবশ্যই আছে। কারণ কে চাইবে হেরে যেতে। হারতে কেউ পছন্দ করি না, সেটা চাইও না। সবাই যার যার জায়গা ধরে রাখার চেষ্টা করবে। ওই এলাকার মানুষ আমাকে চাই, ইনশাআল্লাহ বিপুল তারা আমাকে বিজয়ী করবে। আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জয়লাভ করব-ইনশাল্লাহ্।”
আরও পড়ুন: মাহিয়া মাহির মনোনয়ন বৈধ
খুব টেনশনে ছিলাম উল্লেখ করে তিনি বললেন, “আমি ন্যায়বিচার পাব কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম, আজকে সেটারই প্রতিদান পেয়েছি এবং এটাও বিশ্বাস করতে শুরু করেছি এই নির্বাচন কমিশনের আন্ডারে একটি সুসঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
আরও পড়ুন: সুন্দরভাবে করার চেষ্টাটা অব্যাহত রাখতে চাই: জয়া
প্রসঙ্গত, রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর (রবিবার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
জেবি/এসবি