Logo

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিলেন স্বামী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০১:১২
50Shares
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিলেন স্বামী
ছবি: সংগৃহীত

ঘটনার দিন আসর নামাজ শেষ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের স্ত্রীকে তালাক দেন।

বিজ্ঞাপন

জামালপুরের মেলান্দহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে  বউকে তালাক দিয়েছেন জাকির হোসেন জেকে (৩৫) নামে এক যুবক।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রান্ধুণীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, জাকির এর আগে কয়েকবার তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে না নেওয়ায় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনার দিন আসর নামাজ শেষ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের স্ত্রীকে তালাক দেন।

বিজ্ঞাপন

মাইকে ঘোষণা দেওয়ার পরই টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি নিজেই। এরপরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

জাকির হোসেন জানান, তার স্ত্রী ঝগড়াটে, বাড়িতে এসে না থাকায় তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শরীয়ত মোতাবেকই তালাক দিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া কিছুদিনের মধ্যে আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠাবেন বলেও জানান জাকির।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে জাকির হোসেনের স্ত্রী শিখা জানালেন, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে অভিযোগ করে শিখা বলেন, “১০ বছর ধরে বিয়ে হলেও নির্যাতনের শিকার হয়ে স্বামীর বাড়িতে টিকতে পারেননি একদিনও। এখন নির্যাতনের ভয়ে দিনমজুর বাবার বাড়িতে থাকছেন। জাকির হোসেন বিয়ে করেছেন একাধিক। এ নিয়ে আদালতে মামলাও চলমান।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD