যারা আছেন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে মিনি এই নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।
এবারের বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। নিবন্ধন করা ক্রিকেটারদের থেকে ৩৩৩ জনকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। এর মধ্যে ১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এ ছাড়া সহযোগী ক্রিকেট দেশ থেকে রয়েছেন দুইজন ক্রিকেটার।
নিলামে ১১৬ জন ‘ক্যাপড’ ক্রিকেটার অংশ নেবেন। ‘আনক্যাপড’ ক্রিকেটার রয়েছেন ২১৫ জন।
আইপিএলের গভর্নিং বডির এক বিজ্ঞপ্তিতে হয়, সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। অর্থাৎ ৭৭টি ফাঁকা জায়গার জন্য ৩৩৩ জন ক্রিকেটারের লড়াই হবে। এই ৭৭ টি স্লটের মধ্যে আবার ৩০টি স্লট বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে।
আসন্ন মিনি নিলামে সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) রয়েছে ২ কোটি টাকা। অপরদিকে দেড় কোটির ব্র্যাকেটে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। ২ কোটির এই ক্যাটাগরিতে মোট ২৩ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ২০ জনই বিদেশি।
আরও পড়ুন: জাতীয় দলে কতদিন খেলবেন, জানালেন সাকিব
তার হলেন- জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার ডুসেন, হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েটজে, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, লকি ফার্গুসন, জেমস ভিন্স, শন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মুস্তাফিজুর রহমান। এর মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হ্যাজলউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মোস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।
৩ ভারতীয় ক্রিকেটার হলেন— হার্শাল প্যাটেল, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। হার্শাল গত আসরে আরসিবিতে ছিলেন। শার্দুল ও উমেশ কলকাতা নাইট রাইডার্সে ছিলেন।
আরও পড়ুন: মাসসেরা হয়ে নাহিদার ইতিহাস
আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের ৩ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। অন্য দুই পেসার তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ৫০ লাখ রুপি করা হয়েছে।
এদিকে, গেল আসরে দল পাওয়া দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসের কেউই এবার নামই জমা দেননি। আর মোস্তাফিজ গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
জেবি/এসবি