টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১২ই ডিসেম্বর ২০২৩


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা
মাহিয়া মাহি - ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে   শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই ছবির নায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি।


 মঙ্গলবার (১২ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  এর আগে সোমবার (১১ ডিসেম্বর) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। 


এদিন সকালে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহিয়া মাহি। 


আরও পড়ুন: হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা


পরে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‌“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনি কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনি এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”


জেবি/এসবি