‘এতদিন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করেনি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩
মাঝরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনটি পয়েন্ট লেখেন তিনি।
অপু বিশ্বাস প্রথম পয়েন্টে লেখেন, মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা! দ্বিতীয় পয়েন্ট এতোদিন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি এবং তিন নম্বর পয়েন্ট স্ক্রিপ্ট অনেক দুর্বল।
মূলত গেল ৪ নভেম্বর সকালে তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নী সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে একটি পোস্ট করেন।
আরও পড়ুন: অবশেষে সেই কল রেকর্ড প্রসঙ্গে মুখ খুললেন মুন্নী
তিনি লিখেছেন, “বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট অন্যদিকে। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন ওরা দুজন।”
আরও পড়ুন: গুঞ্জনই সত্যি, রাজের নায়িকা ইধিকা
তবে কিছুক্ষণ পর ফারজানা মুন্নীর ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে ফেলা হয়। পরে জানা যায়, মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলীও এ ঘটনার প্রতিবাদ জানান। বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র।
জেবি/এসবি