হরতালের ডাক বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩
আগামী সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
শনিবার (১৬ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
এদিকে, আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
আরও পড়ুন: কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।
জেবি/এসবি