প্রচারে নেমে মাহিয়া মাহির আক্ষেপ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩


প্রচারে নেমে মাহিয়া মাহির আক্ষেপ
মাহিয়া মাহি - ফাইল ছবি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমে পড়েছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মাহি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন তিনি। এসময় নিজের আক্ষেপের কথাও প্রকাশ করেছেন মাহি।


শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি) ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামেন।


মাহিয়া মাহি বলেন, “আগে তো সিনেমার পোস্টার দেখতাম, এখন আমি রাজনৈতিক পোস্টার দেখছি। এটা ভালোলাগার বিষয় বলে বুঝানো যাবে না।”


আরও পড়ুন: আবারও প্রেমে মজেছেন শ্রাবন্তী


আক্ষেপ করে মাহি বললেন, “আমার আরও বেশি ভালো লাগত যদি পোস্টারে নৌকা প্রতীক দিতে পারতাম।”


এরপর তিনি ওই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় নানান প্রতিশ্রুতিও দেন এই অভিনেত্রী।


আরও পড়ুন: ‘আহারে জীবন’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ফিরবেন পূর্ণিমা


চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি।


জেবি/এসবি