Logo

আমাকে ভোট না দেন, তবুও কেন্দ্রে যাবেন: সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৫
99Shares
আমাকে ভোট না দেন, তবুও কেন্দ্রে যাবেন: সাকিব
ছবি: সংগৃহীত

সকাল ১১ টায় আঠারখাদা ইউনিয়ন পরিষদে দ্বিতীয় পথ সভায় বক্তব্য দেন সাকিব।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৬ দিন। নির্বাচনী আচরন বিধিতে প্রার্থীদের সামনের ১৩ দিন প্রচারণার সুযোগ থাকছে। গত ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পরই শুরু হয়েছে মাগুরার দুটি আসনে নির্বাচনী প্রচারণা। প্রচারনায় এগিয়ে থেকে  মাগুরা-০১ আসনে নৌকা প্রতিকের প্রচারনায় নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলার টেংগাখালী বাজারে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে দিনের প্রচারনা শুরু করেন সাকিব আল হাসান।  এর পর সকাল ১১ টায় আঠারখাদা ইউনিয়ন পরিষদে দ্বিতীয় পথ সভায় বক্তব্য দেন সাকিব। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পথ সভায় সাকিব বলেন, আজকে সময় স্বল্পতার কারণে বেশি সময় এখানে থাকতে পারবোনা, তবে নেক্সট টাইমে আরো আসবো অনেক সময় দিবো, খেলাধুলা করবো (যেহেতু আমি খেলোয়াড়)। কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয় তাহলে খেলবো অবশ্যই। 

এসময় তিনি আরো বলেন, ৭ তারিখে অবশ্যই মনে করে গিয়ে নৌকায় ভোট দিবেন, আর যদি কেউ ইচ্ছা করেন নৌকায় ভোট দিবেন না তবুও ভোট দিয়েন, যাকে খুশি তাকে দিবেন।  আমি চাই আপনারা নৌকায় ভোট দিবেন, আপনারা আমাকে ভোট দিবেন, আমি যেন আপনাদের জন্য কিছু কাজ করে দিতে পারি সেই সুযোগটা আমাকে দিবেন। 

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারন সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবু নাসের বাবলু, আঠারখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাসসহ আ'লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD