এবার অ্যাপ আর্কাইভের ফিচার বানাচ্ছে গুগল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট
ও প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ কোম্পানি গুগল এবার অ্যান্ড্রয়েড অ্যাপ ‘আর্কাইভ’ করে
রাখার নতুন ফিচার নিয়ে কাজ করছে।
এতে নিয়মিত ব্যবহার হয় না এমন
অ্যাপ আনইনস্টল না করেই ছোট ফাইল আকারে রেখে দিতে পারবেন ব্যবহারকারীরা। বাঁচবে ডিভাইসের
মেমোরি এবং সময়।
নতুন এই ফিচার প্রসঙ্গে এক
ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ফিচারটি দিয়ে যে কোনো অ্যাপকে `আংশিক আনইনস্টল’ করে
রাখতে পারবেন ব্যবহারকারীরা। এতে পুরোপুরি মুছে যাবে না অ্যাপটি। বরং, ৬০ শতাংশ পর্যন্ত
ছোট হয়ে আসবে অ্যাপের ফাইল।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ
এক প্রতিবেদনে জানিয়েছে, এই ফিচার একটি নতুন ধরনের এপিকে (অ্যান্ড্রয়েড প্যাকেজ) তৈরির
মাধ্যমে অ্যাপকে ছোট করে আনবে। গুগল এই নতুন ধরনের এপিকে ফাইলগুলোকে আখ্যা দিচ্ছে
‘আর্কাইভড এপিকে’ হিসেবে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা
অ্যাপটি ‘রিস্টোর’ বা ফিরিয়ে আনার আগ পর্যন্ত
সব ডেটা সংরক্ষিত থাকবে এতে। অ্যাপ ‘রিস্টোর’ করলে আগের অবস্থায় ফিরে আসবে
ব্যবহারকারীদের ডেটা। ফিচারটি সবার জন্য এ বছরের শেষ নাগাদ উন্মুক্ত করার কথা জানিয়েছে
গুগল।
ওআ/