প্রকাশ পেল রাইসা খানের ‘লাভ ইউ জান’


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩


প্রকাশ পেল রাইসা খানের ‘লাভ ইউ জান’
ছবি: সংগৃহীত

প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী রাইসা খানের নতুন গান ‘লাভ ইউ জান’। গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার  প্লাবন কোরেশী। সঙ্গীত করেছেন অভিজিৎ জিতু। আইটেম ধাচের গানটির মিউজিক ভিডিওর মডেল ছিলেন-প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরী। কোরিওগ্রাফি করেছেন- মাসুদ খান রানা ও তুহি শেখ। ‘জোছনালোক মিডিয়া’ নিবেদিত গানটি একটি প্রিমিয়ার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ  করেছে ‘জে এল মিউজিক’। 


রাইসা খান বলেন, এই গানটির  কথা-সুর চমৎকার। মিউজিকেও একটু ভিন্নতা রয়েছে। আইটম ধাচের এই গানটির মিউজিক ভিডিওটিও অনেক পরিকল্পনা করে করা হয়েছে। সব মিলিয়ে গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।  আশা করছি; গানটি সবার ভালো লাগবে। 


আরও পড়ুন: আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল


গানটির প্রযোজক রাশেদ রানা বলেন, আমরা বরাবরই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে। সেই পরিকল্পনা থেকেই এই গানটি করা। রাইসা খানও  গানটি চমৎকার গেয়েছে । আশা করছি, সবার ভালো লাগবে।


জেবি/এসবি