হাসপাতালে ভর্তি বাফুফে সভাপতি সালাউদ্দিন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩


হাসপাতালে ভর্তি বাফুফে সভাপতি সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন - ছবি: সংগৃহীত

দেশের অন্যতম ক্রীড়াবিদ ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আছেন।


জানা গেছে,  বাফুফে সভাপতির  এনজিওগ্রাম করানো হলে হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। এরজন্য চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে সালাউদ্দিনের পরিবার।


আরও পড়ুন: মাশরাফী নির্বাচনী প্রচারণায় নামবেন যেদিন


সালাউদ্দিনের বর্তমান শারীরিক অবস্থায় বাইপাস সার্জারি করা হবে নাকি বয়স বিবেচনা করে অন্য কিছু করা হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে সভাপতির পরিবার।


আরও পড়ুন: আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ


বেশ বেশ লম্বা সময় ধরেই  বাফুফে'র সভাপতির দায়িত্ব পালন করে আসছেন প্রায় ৭০ বছর বয়সী সালাউদ্দিন। বাফুফের পাশাপাশি সাফের সভাপতিত্ব ছাড়াও নিজের ব্যবসায়িক কর্মকাণ্ড ও পারিবারিক অনেক বিষয়ে বেশ ব্যস্ত থাকেন তিনি।


জেবি/এসবি