ভারতে জঙ্গি হামলায় ৫ সেনা নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩
ভারতে জঙ্গি হামলায় ৫ সেনা নিহত, আহত আরও ৩ সেনা সদস্য।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩৫ মিনিটে জম্মু ও কাশ্মীরের রাজৌরি অঞ্চলের পঞ্চু জেলার দেরা কি গালির মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর ২টি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীবাদী জঙ্গি দল।
সেনা-গাড়িতে এলোপাথাড়ি গুলি চালানো হয়। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ সেনা সদস্য।
আরও পড়ুন: গাজায় খাদ্য সংকটে ৬ লাখ মানুষ
জানা গেছে, সেনাবাহিনী বুধবার (২০ ডিসেম্বর) রাত থেকেই ওই অঞ্চল এবং তার আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযান চলছে ৪৮টি রাষ্ট্রীয় রাইফেলস এলাকায়।
উল্লেখ্য, জঙ্গি হামলার পর সেনারাও পাল্টা জবাব দেয়। গত মাসেও রাজৌরির কালাকোটে সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর অভিযান চলার সময় ক্যাপ্টেনসহ ৫ সৈন্য নিহত হয়েছিলো। পঞ্চু জেলায় গত এক মাসের ও কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসবাদীদের দ্বিতীয় হামলা এটি।
আরএক্স/