‘সরকারের ব্যর্থতার কারণে দেশের মানুষ কঠিন সময় পার করছে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সরকারের ব্যর্থতা আর ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দেশের মানুষ আজ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এ সময় তিনি বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের সাথে সরকারের কিছু মন্ত্রী জড়িত। সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে। তাই মানুষের মুক্তির জন্য আগামী ২৮ মার্চ আধা বেলা হরতাল সফল করলে দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সরকার অবৈধ তাই কোনো কিছুর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই, ফলে সাধারণ মানুষ আজ যাঁতা কলে পিষ্ট।
এসএ/