ইসির কাছে আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছি: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, “রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে আমি এতদিন ঢাকায় কথা বলিনি। আজ মায়ের কোলে বসে কথা বলছি।”
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর পার্টি অফিসে সাংবাদিক ও কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জি এম কাদের আরও বলেন, “তফসিল ঘোষণার পর বিরোধীদের আন্দোলন যখন ধীরে ধীরে স্থিমিত হয়ে যাচ্ছিল এবং জনগণ নির্বাচনমুখী হচ্ছিল তখন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। এ ছাড়া এই নির্বাচন কমিশনের কাছে আস্থা আছে বলে আমার নির্বাচনে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনে না আসলে জাতীয় পার্টি বিভক্ত হয়ে যেতে পারে। আর যখন দেখছি, সরকার যেকোনো মূল্যে নির্বাচন করবে সেই অবস্থা বিবেচনা করেই নির্বাচনে অংশ নেওয়া।”
আরও পড়ুন: বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু: ওবায়দুল কাদের
তিনি বলেন, “সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে এসেছি। তারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। যেহেতু এ নির্বাচনে তাদের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই তাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি। তবে, কোনো ব্যত্যয় হলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুন: নির্বাচনী ইশতেহার ঘোষণা দিল ওয়ার্কার্স পার্টি
জাপা চেয়ারম্যান বলেন, “আওয়ামী লীগ নিজ থেকে প্রার্থী প্রত্যাহার করেছে। আমরা কিন্তু কোনো প্রার্থী প্রত্যাহার করিনি। এটা কোনো সমঝোতা নয়।”
জেবি/এসবি