Logo

ছয় বছর পর জুতা পরলেন বিজেপি নেতা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৭
53Shares
ছয় বছর পর জুতা পরলেন বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

থেকে আবার জুতা পরা শুরু করেছেন তিনি। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে তিনি জুতা পরেন।

বিজ্ঞাপন

পায়ে জুতা পরবেন না বলে ২০১৭ সালে অঙ্গীকার করেছিলেন মধ্যপ্রদেশের অনুপপুর জেলা বিজেপির সভাপতি রামদাস পুরি। তার কারণ রাজ্যে সরকার গঠন করতে পারেনি। তবে এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া দলের দুর্দান্ত জয়ের পর সিদ্ধান্ত  পাল্টে ফেলেছে। 

আবার শনিবার (২৩ ডিসেম্বর) থেকে আবার জুতা পরা শুরু করেছেন তিনি। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে তিনি জুতা পরেন। 

বিজ্ঞাপন

এ ঘটনায় শিবরাজ সিং চৌহান বলেন, “রামদাস পুরী ২০১৭ সালে জুতা পরা বন্ধ করে দিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতা পরবেন না।”

বিজ্ঞাপন

শিবরাজ সিং চৌহান বলেন, “২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি সরকার গঠন করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু ২০২০ সালে কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতনের পরেও রামদাস পুরি জুতা পরা শুরু করেননি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “রামদাস পুরি একজন কঠোর পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ দলীয় কর্মী। ২০১৭ সাল থেকে ছয় বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা- প্রতিটি ঋতুতে খালি পায়ে ছিলেন। এবার তার সংকল্প পূরণ হয়েছে। তাই আমরা সবাই তাকে জুতা পরার অনুরোধ করেছি।”

বিজ্ঞাপন

গেল নভেম্বর মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি আসনে জয়লাভ করে। বিরোধী দল কংগ্রেস ৬৬টি আসনে জয়লাভ করেছে। আর ভারত আদিবাসী পার্টি একটি আসন জিতেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD