ধর্ষণের দায়ে রাজস্থানে ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ২৪শে ডিসেম্বর ২০২৩

টানা ১ বছর ধরে ১৮ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের আলওয়ার জেলায়।
শনিবার (২৩ ডিসেম্বর) মায়ের সঙ্গে থানায় এসে অভিযোগ জানিয়েছেন কিশোরী।
নির্যাতিতা সাংবাদিকদের জানিয়েছেন, গত নভেম্বরে প্রথমবার তাঁকে গণধর্ষণ করে ওই ৩ পুলিশ কর্মী। এরপর প্রায়ই যৌন নির্যাতন করত কিশোরীকে।
বাইরে এ ব্যাপারে কাউকে জানালে, মিথ্যে মামলায় ভাইকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি ও দিত তারা।
কিশোরীর মা শনিবার (২৩ ডিসেম্বর) রাতে ৩ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ৩ জনকেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরএক্স/