Logo

ধর্ষণের দায়ে রাজস্থানে ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৯
47Shares
ধর্ষণের দায়ে রাজস্থানে ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

গণধর্ষণ করে ওই ৩ পুলিশ কর্মী। এরপর প্রায়ই যৌন নির্যাতন করত কিশোরীকে।

বিজ্ঞাপন

টানা ১ বছর ধরে ১৮ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের আলওয়ার জেলায়। 

শনিবার (২৩ ডিসেম্বর) মায়ের সঙ্গে থানায় এসে অভিযোগ জানিয়েছেন কিশোরী। 

বিজ্ঞাপন

নির্যাতিতা সাংবাদিকদের জানিয়েছেন, গত নভেম্বরে প্রথমবার তাঁকে গণধর্ষণ করে ওই ৩ পুলিশ কর্মী। এরপর প্রায়ই যৌন নির্যাতন করত কিশোরীকে। 

বিজ্ঞাপন

বাইরে এ ব‍্যাপারে কাউকে জানালে, মিথ‍্যে মামলায় ভাইকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি ও দিত তারা। 

কিশোরীর মা শনিবার (২৩ ডিসেম্বর) রাতে ৩ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ৩ জনকেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD