Logo

তিন দিনে 'সালার' আয় সাড়ে ৪০০ কোটি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ২৩:৫৩
80Shares
তিন দিনে 'সালার' আয় সাড়ে ৪০০ কোটি
ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি বক্স অফিসে সাড়া ফেলে ‘সালার’।

বিজ্ঞাপন

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। তার অভিনীত নতুন সিনেমা ‘সালার’ বক্স অফিস কাঁপাচ্ছে। প্রশান্ত নীল নির্মিত এ সিনেমা গেল ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ভারতের ৫ হাজার ৬০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি বক্স অফিসে সাড়া ফেলে ‘সালার’। কিন্তু সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমতে শুরু করেছে। তবে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধি পেয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলি মুভি রিভিউজ জানায়, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২০৭ কোটি রুপি। বিশ্বজুড়ে সিনেমাটি মোট আয় করেছে ৩৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৪৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, শুধু ভারতে সালার আয় করেছে ২৪৭.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩২৫ কোটি রুপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘সালার’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। তা ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি প্রমুখ।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD