৯২ হাজার কোটি টাকা কোথায়, সিপিডির কাছে জানতে চাইলেন কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩
৯২ হাজার কোটি টাকা কোথায় গেল। এই টাকাগুলো কোথায় আছে তা সিপিডির কাছে জানতে চেয়েছেন আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে এ কথা বলেন কাদের।
তিনি আরও বলেন, তারা যদি বিস্তারিত তথ্য দেয়, আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনবো।
আরও পড়ুন: মেহনতি মানুষদের নিয়ে বিএনপি-জামায়াতের কোনো চিন্তা নেই: বাহাউদ্দিন নাছিম
দেশের শান্তিপূর্ণ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতেই বিএনপি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে, এমনটাও দাবি করেন কাদের।
আরও পড়ুন: বিএনপির ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
তিনি বলেন, “আওয়ামী লীগের নামে যারা নির্বাচনের পরিবেশ দূষিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।” একইসাথে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।
জে/এসবি