জয়ের ধারা অব্যাত রাখতে পারবে বাংলাদেশ?


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩


জয়ের ধারা অব্যাত রাখতে পারবে বাংলাদেশ?
ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দলই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চাইবে। অন্য সবার মতো বাংলাদেশ টিমও একই চিন্তা করছে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই টি-টোয়েন্টি সিরিজের আগে ভাল প্রস্তুতির প্রত্যয় নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। 


বুধবার (২৭ ডিসেম্বর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।


আরও পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফারজানার


প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও অকপটে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বিশ্বকাপকে সামনে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রস্তুতি শুরু হবে টাইগারদের।


এই ম্যাচে কী ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিউদের হারানোর ধারাবাহিকতা টেনে আনতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? এটাই এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বড় প্রশ্ন। নাজমুল হোসেন শান্তর দল অবশ্য আত্মবিশ্বাসী, সেই ধারাবাহিকতা টেনে আনতে। দেখার বিষয়, টাইগাররা পারে কি না!


আরও পড়ুন: বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার কারণ প্রকাশ করলেন সাকিব


নেপিয়ারের এই মাঠেই শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট করে দিয়েছিলো বাংলাদেশ। জবাবে শুধুমাত্র এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে (১৫.১ ওভারে) ৯ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।


টি-টোয়েন্টিতে চলতি বছর এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলে সবগুলোতেই জয় পেয়েছে। বছরের শুরুতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, মাঝে আয়ারল্যান্ডের বিক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা। সর্বশেষ গত জুলাইতে আফগানদেরকে হারিয়েছে সাকিবের দল।


জেবি/এজে