অস্ট্রেলিয়ায় তীব্র ঝড়-বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ায় তীব্র ঝড় ও বজ্রপাতে কমপক্ষে ৯ জনের প্রাণহানি। বড়দিনের ছুটিতে দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। ঝড়ের কারণে রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই রয়েছে ৯০ হাজারেরও বেশি পরিবার।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গেল ২৫ এবং ২৬ ডিসেম্বর ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাপক শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টি হয়। এসময় প্রবল বাতাসের জেরে বহু বাড়িঘরের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় গাছও ভেঙে পড়েছে। এছাড়া ৯০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল জানান, ঝড়ের সময় মোরেটন বে-তে গ্রিন আইল্যান্ডের কাছে ১১ জন যাত্রী নিয়ে একটি ইয়ট ডুবে যায়। তাদের মধ্যে ৩ জন মারা যায়।
আরও পড়ুন: গাজায় একদিনে প্রাণ গেছে আরও ২৪১ জনের
পুলিশ জানান, প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তরে জিমপি শহরের কাছে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন। এছাড়া ব্রিসবেনের দক্ষিণে ঝড়ের মধ্যে পানিতে নিখোঁজ হওয়ার পর ৯ বছর বয়সী এক মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আরও পড়ুন: মানবপাচারের সন্দেহে ফ্রান্সে আটকে থাকা প্লেন ভারতে পৌঁছেছে
কর্তৃপক্ষ অবশ্য আগেই সতর্ক করে দিয়েছিল যে, বৃষ্টির কারণে নদী উপচ পড়তে পারে এবং ক্যাম্পগ্রাউন্ডগুলো প্লাবিত হতে পারে। এসব স্থানগুলোতে সাধারণত বড়দিন এবং নববর্ষের ছুটিতে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। সূত্র: আল জাজিরা, রয়টার্স
জেবি/এসবি