দুদকের পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ২৭শে ডিসেম্বর ২০২৩

উপ-পরিচালক থেকে ৭কর্মকর্তাকে পরিচালক পদেপদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ ডিসেম্বর) দুদক সচিব মো মাহবুব হোসেন স্বাক্ষর করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মোহাম্মদ ইব্রাহিম, মো. তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এস এম এম আখতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার ও জালাল উদ্দিন আহমদ।
আরও পড়ুন: আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: শেখ হাসিনা
বর্তমানে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম ও মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মো. তালেবুর রহমান ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে, ময়মনসিংহের জেলা কার্যালয়ে মোহা. আবুল হোসেন, ঢাকা-১ এর জেলা কার্যালয়ে এস এম এম আখতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার গাজীপুরের জেলা কার্যালয়ে এবং জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয় কর্মরত আছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ

ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের
