ঘনকুয়াশায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ঘনকুয়াশার ফলে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারের মধ্যে নেমে যাওয়ায় উড়োজাহাজ, ট্রেন ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বিজ্ঞাপন
অতি ঘনকুয়াশার কারণে ভারতের দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।
বুধবার (২৭ ডিসেম্বর) এ রেড অ্যালার্ট জারি করা হয়।
বিজ্ঞাপন
ঘনকুয়াশার ফলে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারের মধ্যে নেমে যাওয়ায় উড়োজাহাজ, ট্রেন ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বিজ্ঞাপন
ভারতের উত্তরাঞ্চলীয় রেলওয়ে জানায়, শৈত্যপ্রবাহের কবলে পড়া দিল্লি অভিমুখী প্রায় ২৫টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে ১১০টিরও বেশি উড়োজাহাজের ফ্লাইট বিঘ্নিত হয়েছে। উত্তর প্রদেশের রাস্তাঘাট ঘনকুয়াশায় ঢাকা পড়ে থাকায় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে একজনের প্রাণহানি ও আরও ১২ জন আহত হয়েছেন। রাজ্যের বেরেলি এলাকায় বেরেলি-সুলতানপুর মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলমান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ি ভেঙে ঢুকে পড়েছে।
বিজ্ঞাপন
পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে ‘ঘন থেকে অতি ঘনকুয়াশা পরিস্থিতি’ বিরাজ করতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালাম মানমন্দির দৃশ্যমানতার মাত্রা ১২৫ মিটার বলে নির্ধারণ করেছে, কিন্তু সফদরজাং মানমন্দির দৃশ্যমানতা মাত্র ৫০ মিটার বলে উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
উত্তর প্রদেশের লখনৌ ও প্রয়াগরাজ এবং পাঞ্জাবের পাতিয়ালায় দৃশ্যমানতা ২৫ মিটার রেকর্ড করা হয়েছে আর পাঞ্জাবের অমৃতসরে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে গেছে।
বিজ্ঞাপন
দিল্লির বায়ুমানের গড় বেশ কয়েক সপ্তাহ তুলনামূলক ভালো থাকার পর হঠাৎ নেমে ৩৮১-তে দাঁড়িয়েছে। বায়ুমানের সূচক অনুযায়ী এটি ‘খুব খারাপ’ অবস্থা। দিল্লিতে সর্বনিম্ন তামপাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কেনিয়া যেতে লাগবে না ভিসা
বিজ্ঞাপন
ভারতের আবহাওয়া দফতরের তথ্যানুসারে, দৃশ্যমান শূন্য থেকে ৫০ মিটারের মধ্যে থাকলে সেটি অতি ঘনকুয়াশা, ৫১ থেকে ২০০ মিটারের মধ্যে থাকলে সেটি ঘনকুয়াশা আর ২০১ থেকে ৫০০ মিটারের মধ্যে থাকলে মাঝারি ধরনের কুয়াশা।
জেবি/এসবি








