লরি উল্টে চাপা পড়েছে ২ সিএনজি, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩


লরি উল্টে চাপা পড়েছে ২ সিএনজি, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে চট্টগ্রাম অভিমুখী একটি লরি উল্টে গিয়ে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ৯টায় লরিটি উদ্ধার কাজ সম্পন্ন করে রেল কর্তৃপক্ষ। উদ্ধারের পর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী সোনার বাংলা কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে।


আরও পড়ুন: কক্সবাজারে পিকনিকের বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় বিজয়পুর রেল গেইটে চট্টগ্রাম অভিমুখী একটি লরি উল্টে যায়৷ আর এই লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৬টায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রাম রেললাইনটি বন্ধ ছিল। তিন ঘণ্টার চেষ্টায় লরিটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে'।


আরও পড়ুন: উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল!


কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে।


জেবি/এজে