Logo

ভয়ংকর চার রাত কাটালাম: হিনা খান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৩
70Shares
ভয়ংকর চার রাত কাটালাম: হিনা খান
ছবি: সংগৃহীত

আর এতেই তার ভক্ত সমর্থকেরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করছেন

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী হিনা খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। হঠাৎ এক পোস্টের মাধ্যমে জানালেন ভয়ংকর চার রাত কাটিয়েছেন হিনা।

আর এতেই তার ভক্ত সমর্থকেরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করছেন। কি এমন হয়েছে হিনার? এমন প্রশ্নে রীতিমতো   নেটিজেনদের মনে রহস্যের বাসা বেঁধেছে।

বিজ্ঞাপন

তথ্য সূত্রে জানা গেছে, প্রচণ্ড জ্বর নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী হিনা। মূলত এ কারণেই এমন পোস্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে একাধিক স্টোরি শেয়ার করেন হিনা খান। একটি পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, জ্বর নিয়ে ভয়ংকর চার রাত কাটালাম। শরীরে ক্রমাগত ১০২-১০৩ ডিগ্রি তাপমাত্রায় জ্বর ছিল। বর্তমানে শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই।

বিজ্ঞাপন

পাশাপাশি ভক্তদের উদ্দেশে হিনা জানান, আপনারা যারা আমার জন্য চিন্তিত তাদের বলছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব।

বিজ্ঞাপন

হিনা খান স্টার প্লাসের ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমান সময়ে বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

হিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইনস’। মুক্তি পায় ২০২১ সালে। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কান্ট্রি অব ব্লাইন্ড’। আগামী বছরে মুক্তি পাবে এই সিনেমাটি। সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD