বিদেশিদের জন্য নতুন ভিসা চালু করছে দ. কোরিয়া


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩


বিদেশিদের জন্য নতুন ভিসা চালু করছে দ. কোরিয়া
ফাইল ছবি

বিদেশি নাগরিকদের কাজে সুবিধার জন্য  ‘ডিজিটাল নোম্যাড ভিসা’নামের নতুন ভিসা চালুর উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া।   আগামী ১ জানুয়ারি থেকে এই ভিসা ইস্যু শুরু করবে দেশটির সরকার। 


শুক্রবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা।


বিদেশি নাগরিকদের ছুটিতে দেশে ফেরার পরও দুই বছর পর্যন্ত তাদের চাকরির সুবিধা বহাল রাখতে এই নোম্যাড ভিসা চালু করছে সিউল। বিশ্বব্যাপী রিমোট ওয়ার্কের প্রবণতা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দেশটির বিচারমন্ত্রী জানান, রিমোট ওয়ার্ক বা বিদেশি নাগরিকরা যেন তাদের ছুটির সময়টা নিশ্চিন্তে দেশে কাটিয়ে আসতে পারেন তাই আমরা এই বিশেষ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।


‘ডিজিটাল নোম্যাড ভিসা’ ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় না থেকেও কর্মীরা কাজের সুবিধা লাভ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।


আরও পড়ুন: পিটার হাসের দিল্লি সফর, যা বলল ভারত


এখন পর্যন্ত যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা কোরিয়াতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।


দেশটির বিশেষ এই ভিসা নীতিতে বলা হয়, যারা এ ভিসার জন্য আবেদন করবেন তাদের বার্ষিক আয় অবশ্যই আট কোটি ৪০ লাখ কোরীয় মুদ্রা হতে হবে। এছাড়া স্থানীয় কোরিয়ার দূতাবাসে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির প্রশাসন।


আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান


এসব  বিষয়ের পাশাপাশি একজন আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে এবং যে কাজের জন্য আবেদন করবেন তাতে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, কোরিয়া হেরাল্ড


জেবি/এসবি