Logo

বিদেশিদের জন্য নতুন ভিসা চালু করছে দ. কোরিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ২৪:৩০
83Shares
বিদেশিদের জন্য নতুন ভিসা চালু করছে দ. কোরিয়া
ছবি: সংগৃহীত

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিদেশি নাগরিকদের কাজে সুবিধার জন্য  ‘ডিজিটাল নোম্যাড ভিসা’নামের নতুন ভিসা চালুর উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া।   আগামী ১ জানুয়ারি থেকে এই ভিসা ইস্যু শুরু করবে দেশটির সরকার। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিদেশি নাগরিকদের ছুটিতে দেশে ফেরার পরও দুই বছর পর্যন্ত তাদের চাকরির সুবিধা বহাল রাখতে এই নোম্যাড ভিসা চালু করছে সিউল। বিশ্বব্যাপী রিমোট ওয়ার্কের প্রবণতা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির বিচারমন্ত্রী জানান, রিমোট ওয়ার্ক বা বিদেশি নাগরিকরা যেন তাদের ছুটির সময়টা নিশ্চিন্তে দেশে কাটিয়ে আসতে পারেন তাই আমরা এই বিশেষ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

‘ডিজিটাল নোম্যাড ভিসা’ ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় না থেকেও কর্মীরা কাজের সুবিধা লাভ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন পর্যন্ত যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা কোরিয়াতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।

দেশটির বিশেষ এই ভিসা নীতিতে বলা হয়, যারা এ ভিসার জন্য আবেদন করবেন তাদের বার্ষিক আয় অবশ্যই আট কোটি ৪০ লাখ কোরীয় মুদ্রা হতে হবে। এছাড়া স্থানীয় কোরিয়ার দূতাবাসে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব  বিষয়ের পাশাপাশি একজন আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে এবং যে কাজের জন্য আবেদন করবেন তাতে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, কোরিয়া হেরাল্ড

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD