জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩


জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জামালেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। মৃত্যুকালে তার তার বয়স ছিল ৭৫ বছর।


শনিবার (৩০ ডিসেম্বর) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয় অভিনেতার এজেন্ট।


মার্কিন গণমাধ্যম জানিয়েছে, উইলকিনসন নিজ বাড়িতেই হঠাৎ মারা যান বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।


জানা যায়,  ১৯৭৭ এর ‘দ্য ফুল মন্টি’র জন্য একটি বাফটা অর্জন এবং মাইকেল ক্লেটন এবং ইন দ্য বেডরুমের জন্য মোট ৬টি বাফটা মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা উইলকিনসন। পাশাপাশি দুটি অস্কার মনোনয়নও পেয়েছেন তিনি।


দ্য ফুল মন্টি, শেক্সপিয়ার ইন লাভ এবং দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেলের মতো সিনেমার জন্য ব্যাপক পরিচিত ছিলেন তিনি।


আরও পড়ুন: শুরু হলো মাসব্যাপী গণজাগরণের চারুকলা প্রদর্শনী


২০০৮ সালে মিনি-সিরিজ জন অ্যাডামস-এ মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয় করেও  একটি এমি এবং দ্য কেনেডিসে জন এফ কেনেডির বাবা জো হিসেবে একটি এমি মনোনয়ন পান উইলকিনসন।


আরও পড়ুন: সবসময়ই এসব প্রশ্ন সত্যিই খুব বিরক্তিকর: মিমি চক্রবর্তী


২০১৪ সালের প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন  সেলমা-এ এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং গার্ল উইথ অ্যা পার্ল ইয়ারিং-এ উপস্থিত হয়েছিলেন। সূত্র : নিউইয়র্ক টাইমস


জেবি/এসবি