সাত কলেজের তৃতীয় সম্বন্বয়ক হলেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪


সাত কলেজের তৃতীয় সম্বন্বয়ক হলেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

আল জুবায়ের: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।


মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


আরও পড়ুন: ইবি শিক্ষার্থীদের রঙের ছোঁয়ায় রঙিন ইন্দ্রজিতের মাটির ঘর 


এতে বলা হয়, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক কাজের সুবিধার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ বলেন, আমি সাত কলেজের সার্বিক অগ্রগতির জন্য কাজ করব। 


অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সাত কলেজের তৃতীয় সমন্বয়ক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।


উল্লেখ্য, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।


আরও পড়ুন: ২০২৩ সালে উপাচার্য-শিক্ষার্থীসহ যাদের হারিয়েছে জবি

কলেজ সাতটি হলো;  ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।


আরএক্স/