ভোট ঘিরে ৪৮ ঘণ্টার হরতালের ডাক এলডিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা করেন দলের প্রেসিডেন্ট অলি আহমদ।
বিবৃতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি। কর্মসূচি অনুসারে আগামী ৫ জানুয়ারি সারাদেশে লিফলেট বিতরণ করবেন এলডিপির নেতাকর্মীরা।
এদিকে, ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির
তিনি বলেন, “শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এ ছাড়া আগামীকাল (৫ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি।”
আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা কানায় কানায় পূর্ণ
জনগণের উদ্দেশে রিজভী বলেন, “দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আহ্বান আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করুন। একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।
জেবি/এসবি