আগের মেয়রকে গুম করে নতুন মেয়র নিয়োগ রাশিয়ার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর দুইদিনের মাথায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি দখলে নেয় রুশ সামরিক বাহিনী এবং গত শুক্রবার বিকেলে শহরের মেয়র ইভান ফেদোরভকে রাশিয়ার সেনারা গুম করেছে বলে অভিযোগ উঠে।
ইউক্রেনের
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মোলিতোপোলের মেয়রকে
আগেই গুম করার অভিযোগ
উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। আর এবার আগের
মেয়রের স্থলে নতুন মেয়রকে দায়িত্বে
বসানোর কথা শোনা যাচ্ছে।
আগের মেয়রকে গুমের একদিনের মাথায় নতুন মেয়রকে দায়িত্বে
বসানোর খবর সামনে এলো।
রোববার (১৩
মার্চ) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার বিকেলে মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেদোরভকে
গুমের পর শনিবার স্থানীয়
টিভি পর্দায় হাজির হন সিটি কাউন্সিলের
সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কো। এসময় ‘নতুন বাস্তবতার অধীনে
মৌলিক প্রক্রিয়া’ গড়ে তোলার বিষয়টি
তার প্রধান কাজ বলে মন্তব্য
করেন তিনি।
টেলিভিশনে দেওয়া