অঝোরে কাঁদলেন চিত্রনায়ক ফেরদৌস


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪


অঝোরে কাঁদলেন চিত্রনায়ক ফেরদৌস
নবনির্বাচিত এমপি ও ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ - ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল ভোটে জয় পেয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনের আ. লীগ মনোনীত এই প্রার্থী ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন।


রবিবার (৮ জানুয়ারি) বেসরকারিভাবে ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন চিত্রনায়ক ফেরদৌস। প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রয়াত বাবা ও শ্বশুরকে স্মরণ করে অঝোরে কাঁদেন তিনি।


ফেরদৌস বলেন, “বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।”


আরও পড়ুন: নৌকা নিয়েও ফলাফলে পিছিয়ে আছে কণ্ঠশিল্পী মমতাজ


তিনি আরও বলেন, “আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।”


আরও পড়ুন: ১৭ কেন্দ্রে একটিও ভোট পড়েনি মাহির ট্রাকে


চিত্রনায়ক ফেরদৌস বলেন, “এই ফুলের মালা আমার দায়িত্ব আরো বাড়িয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।”


জেবি/এসবি